Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১২:১৪
আপডেট :
নিউইয়র্কের স্কুলগুলোয় হালাল খাদ্য দাবিতে সোচ্চার গ্রেস মেং
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:
নিউইয়র্কের স্কুলগুলোয় হালাল খাদ্য দাবিতে সোচ্চার গ্রেস মেং

দুই ঈদে ছুটি আদায়ের পর এখন চেষ্টা চলছে নিউইয়র্কস্থ পাবলিক স্কুলগুলোয় হালাল খাদ্য পরিবেশনের জন্যে। আর এ প্রক্রিয়ায় জোরালো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
ইতোমধ্যে তিনি 'ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রাম' তথা এনএসএলপির সাথে যোগাযোগক্রমে নিশ্চিত হয়েছেন যে, পাবলিক স্কুলে মুসলমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সকালের নাস্তা এবং দুপুরের জন্যে হালাল খাবার পরিবেশনে কোন সমস্যা নেই। তবে বিষয়টি নির্ধারিত হবে লোকাল স্কুল ডিস্ট্রিক্টের মাধ্যমে।
গত ডিসেম্বরে কংগ্রেসওম্যান গ্রেস মেং একইসাথে ইউএসডিএকে (কৃষি বিভাগ) চিঠি দিয়েছিলেন এ ইস্যুতে। তারাও জানিয়েছে যে, স্কুলের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থেই খাবার পরিবেশন করতে হয়। যে স্কুলে মুসলমান ছাত্র-ছাত্রী রয়েছেন তাদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানোর প্রয়োজন রয়েছে।
কুইন্সের ফ্লাশিং-জ্যামাইকা থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) গ্রেস মেং এনআরবি নিউজকে বলেছেন, ''মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমি হালাল খাদ্য সরবরাহের বিধি তৈরির এ প্রক্রিয়া অব্যাহত রাখবো। ''

প্রসঙ্গতঃ, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর হার ১২ শতাংশের বেশি। এই কংগ্রেসওম্যানের জোর চেষ্টায় গত বছর নিউইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল পাশ হয় এবং এর ফলে এ বছর থেকে দুই ঈদের দিন সকল পাবলিক স্কুল-ভার্সিটিতে ছুটি পালিত হচ্ছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow