Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৫:৫২
আপডেট :
বিয়ের দিনেই বরের মৃত্যু
অনলাইন ডেস্ক
বিয়ের দিনেই বরের মৃত্যু

বাড়িতে চলছে ঘটা করে বিয়ের আয়োজন। বাদ্য-বাজনা বাজছে। কয়েক ঘণ্টার মধ্যেই চার হাত এক হবে। ঠিক এমন সময়ই ঘটে গেল দুর্ঘটনা। বাথরুমে পা পিছলে পড়ে প্রাণ হারালেন বর।

পাঞ্জার সুল্লিয়া তালুকে বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সচীন নামের ৩২ বছর বয়সী ওই বর বিয়ের মাত্র তিন ঘণ্টা আগে বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছেন।  

সুব্রমানইয়ার স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঞ্জার বাসিন্দা সচীন পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেভ করার জন্য বাথরুমে ঢুকেছিলেন। পরে বাথরুমে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। সেসময় বাড়ির লোকজন বিয়ের আয়োজন করছিল।

সচীন শেভ করা শেষ করে বাথরুম থেকে বের হওয়ার সময়ই পা পিছলে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরের পুত্তুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতেই সচীনের মেহেদি উৎসব পালন করেছে তার পরিবার। কেউ ভাবতেই পারেনি বিয়ের দিন এভাবে সামান্য একটা দুর্ঘটনায় প্রাণ হারাবে সচীন। গায়ত্রী নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সচীনের। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। সচীনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow