Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ জুলাই, ২০১৬ ১১:১১
আপডেট : ১৫ জুলাই, ২০১৬ ১২:২০
ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মোদি ও প্রণব
অনলাইন ডেস্ক
ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মোদি ও প্রণব

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ভয়বহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ফরাসি সরকারের সঙ্গে কাঁধে কাঁধে রেখে ভারত সন্ত্রাসবাদের মোকাবিলা করবে বলে জানান দার্জিলিং সফররত প্রণব মুখার্জি। আর এক টুইট বার্তায় মোদি নিসে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও দেশটির সরকারের প্রতি সমবেদবা ব্যক্ত করেছেন। প্রচণ্ড বেদনার এই মুহূর্তে তার সরকার ফরাসি জনগণের সঙ্গে রয়েছে বলে জানান তিনি। খবর পিটিআই'র

টুইটে মোদি লিখেন, 'নিসে নিষ্ঠুর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন। আমি তীব্রভাবে বিবেচনাহীন এই সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।   নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা রইল। '

উল্লেখ্য, ফ্রান্সের অবকাশ শহর নিসে গতরাতের সন্ত্রাসী হামলায় সর্বশেষ ৮০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় দিবস [বাস্তিল ডে] উদযাপনের লক্ষ্যে আয়োজিত উৎসবে জড়ো হওয়া জনতার ভেতর এক চালক তার ট্রাক তুলে হতাহতের এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে ওই চালকের মৃত্যু হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে তিনি দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।

বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow