Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুলাই, ২০১৬ ১১:৩৩
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১১:৩৪
মেদযুক্ত খাবারে করারোপ!
অনলাইন ডেস্ক
মেদযুক্ত খাবারে করারোপ!

বার্গার, পিজ্জা, ডোনাট কিংবা টাকোর মতো পশ্চিমা খাবার খেতে হলে এখন অতিরিক্ত পয়সা গুণতে হবে কেরালার বাসিন্দাদের।

ভারতে সবচেয়ে বেশি স্থূলতার হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেরালা। আর এই কারণ দেখিয়েই প্রথম প্রদেশ হিসেবে কেরালার সরকার বিভিন্ন ফাস্ট ফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডস, ডমিনোস কিংবা পিজ্জা হাটের ওপর এই বিশেষ চাপ আরোপ করছে। খবর বিবিসির।

প্রদেশটির সদ্যনির্বাচিত কম্যুনিস্ট সরকার বলছে, মানুষ যাতে তাদের খাবারের বিষয়ে আরো সচেতন হয় সেই উদ্দেশ্যেই এই আরোপ করা হচ্ছে। বিভিন্ন ব্যান্ডের রেস্টুরেন্ট চেইনের ফাস্ট ফুডের ওপর সাড়ে ১৪ শতাংশ কর আরোপের পরিকল্পনা হাতে নিয়েছে কেরালা সরকার। এই করকে বলা হচ্ছে ফ্যাট ট্যাক্স বা মেদের ওপর কর।

এর আগে, জাঙ্ক ফুড বা মেদবহুল খাবার থেকে মানুষকে সরিয়ে নিতে এ ধরনের কর আরোপ করা হয়েছে ডেনমার্ক এবং হাঙ্গেরিতে।

বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow