Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৬ ১৩:৪৪
আপডেট :
তাইওয়ানে পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ২৬
অনলাইন ডেস্ক
তাইওয়ানে পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ২৬

তাইওয়ানে পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা সিএনএ।

বিবিসি জানায়, বাসটির যাত্রীরা ছিলেন চীনা নাগরিক। তারা দেশে ফেরার জন্য মহাসড়ক দিয়ে তাইওয়ান বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী বাসটি রাস্তার পাশে কোনো কিছু সংঘর্ষ হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ২৪ পর্যটক এবং একজন স্থানীয় গাইড ও একজন চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow