Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১১:৪৫
আপডেট :
হিলারির রানিংমেট টিম কেইন
অনলাইন ডেস্ক
হিলারির রানিংমেট টিম কেইন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন হিলারি নিজেই।   টুইট বার্তায় তিনি লিখেন, 'আমি টিম কেইনকে রানিংমেট হিসেবে ঘোষণা করে খুবই উচ্ছ্বসিত কারণ সে এমন একজন ব্যক্তি যে তার জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছেন।

হিলারির টুইটের কিছু সময় পরই এক টুইট  করেন টিম কেইন। টুইটে তিনি লিখেন, 'হিলারির সঙ্গে এইমাত্র ফোনে কথা রয়েছে। তার রানিংমেট হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। মিয়ামিতে কালকের [আজ] সমাবেশের জন্য আর তর সইছে না। '

উল্লেখ্য, টিম কেইন একজন আমেরিকান অ্যাটর্নি ও রাজনীতিবিদ যিনি ২০১২ সালে ভার্জিনিয়া থেকে ডেমোক্রেট দলীয় সিনেটর নির্বাচিত হন। সিনেটর টিমের জন্ম মিনেসোটার সেইন্ট পলে। হার্ভার্ড ল' স্কুল থেকে অাইন বিষয়ে ডিগ্রিধারী তিনি। খবর সিএনএন'র

বিডি-প্রতিদিন/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow