২৫ জুলাই, ২০১৬ ১৪:৩৩

১৫ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ৭ শিক্ষকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

১৫ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ৭ শিক্ষকের বিরুদ্ধে

ভারতে উড়িষ্যায় একটি বেসরকারি বিদ্যালয়ে মাধ্যমিকের ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানের ৭ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়, উড়িষ্যার কোরাপুত জেলার দামানজদি এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের শিকার সবাই ৮ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জেলা শিশু নিরাপত্তা অফিসার রাজশ্রী দাস জানান, বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর গত ১৯ জুলাই তদন্ত করে দেখা হয়েছে।

তিনি বলেন, ‘তদন্তের সময় ৮ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়ণরত ১৫ জন ছাত্রী বিদ্যালযের ৭ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছে এবং তাদের শনাক্ত করতে সাহায্য করেছে।

শিক্ষার্থীদের বরাত দিয়ে রাজশ্রী দাস আরও বলেন, ওই শিক্ষকেরা তাদের শ্রেণিকক্ষে, লাইব্রেরিতে এবং স্কুল লনে যৌন নির্যাতন করত বলে অভিযোগ করেন।

এ বিষয়ে দামানজদি থানা পুলিশ জয়ন্ত বেহেরা জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর