২৫ জুলাই, ২০১৬ ১৫:০৫

ইরাকে তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ২১

অনলাইন ডেস্ক

ইরাকে তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ২১

ফাইল ছবি

ইরাকের একটি তল্লাশি চৌকির সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে খালিস শহরে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) প্রায় নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে থাকে।

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মিনিবাসসহ বিভিন্ন যানবাহন থেকে মৃতদেহ বের করছি। নিহতেদের অধিকাংশ নারী ও শিশু।’

মাত্র একদিন আগে রবিবার বাগদাদের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে।

বিডি-প্রতিদিন/২৫ জুলাই, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর