২৫ জুলাই, ২০১৬ ১৭:০৭

ভারতে ট্রেনের ধাক্কায় ১০ শিশু শিক্ষার্থীর মৃত্যু, আহত অনেকে

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে ট্রেনের ধাক্কায় ১০ শিশু শিক্ষার্থীর মৃত্যু, আহত অনেকে

রক্ষীবিহীন রেল ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি স্কুল মিনিবাসের মধ্যে থাকা ১০ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯ জনের মতো। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ভাহোদী জেলায়। 

সোমবার সকালের দিকে শিক্ষার্থীদের নিয়ে টেন্ডার হার্ট স্কুলের দিকে যাচ্ছিল ওই বাসটি। বাসটির মধ্যে ১৯ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। কাটকা ও মাধোসিং রেল স্টেশনের মধ্যবর্তী মেহেন্দিপুরের কাছে একটি রক্ষীবিহীন লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই স্কুল বাসটিকে সজোরে ধাক্কা মারে বারাণসী-এলাহাবাদ প্যাসেঞ্জার ট্রেন। দ্রুত বেগে আসা ট্রেনটির ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ শিক্ষার্থীর। মৃতদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের মধ্যে। আহতদের স্থানীয় বারাণসী  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসন ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার পর চুক্তি ভিত্তিতে ওই লেবেল ক্রসিং-এ একজন রক্ষীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে খবর।

 

বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর