২৭ জুলাই, ২০১৬ ১২:১৩

হংকংয়ের ২ সাংবাদিককে কারাদণ্ড দিল চীন

অনলাইন ডেস্ক

হংকংয়ের ২ সাংবাদিককে কারাদণ্ড দিল চীন

অবৈধ ব্যবসায় জড়িত থাকার দায়ে চীন শাসিত হংকংয়ের দুই সাংবাদিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির একটি আদালত।

বিবিসি জানায়, দু'জন সাংবাদিকের মধ্যে ওয়াং জিয়ানমিন 'নিউ ওয়ে' নামক একটি ম্যাগাজিনের প্রকাশক। অন্যজন, জিও জোঞ্জজিও পত্রিকাটির সম্পাদক।

চীনের রাজনৈতিক নেতাদের নিয়ে 'গোসিপি' সংবাদ প্রকাশের পর ২০১৪ সালে তাদের গ্রেফতার করা হয়। পরে উভয়ই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

দণ্ডপ্রাপ্ত দু'জনের মধ্যে ওয়াংকে ৫ বছর ৩ মাস এবং জিওকে ২ বছর ৩ মাস। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় জিও শিগগিরই মুক্তি পাবেন।

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর