২৮ জুলাই, ২০১৬ ১৫:১৭

বিতর্কিত ছবি দেওয়ায় গিলানির ফেসবুক প্রোফাইল ডিলিট

অনলাইন ডেস্ক

বিতর্কিত ছবি দেওয়ায় গিলানির ফেসবুক প্রোফাইল ডিলিট

কাশ্মীর উপত্যকা উত্তপ্ত। আর এই উত্তাপের আঁচ লেগেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকেও। বেশ সাবধানতা অবলম্বন করছে জনপ্রিয় এই সাইট কর্তৃপক্ষ। বিছিন্নতাবাদ যাতে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রেখেছে কড়া নজর। আর তাই মৃত হিজবুল জঙ্গি বুরহানের ছবি দেখে এবার হুরিয়ত নেতা গিলানির ফেসবুক প্রোফাইলই ডিলিট করে দেওয়া হলো। খবর সংবাদ প্রতিদিনের। 

হিজবুল জঙ্গি বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। আজাদ কাশ্মীরের ডাক দিয়ে এক শ্রেণির মানুষের কাছে প্রায় নায়ক হয়ে উঠেছিলেন এই তরুণ নেতা। তাঁর মৃত্যুর পর থেকে তাই প্রতিবাদ-প্রতিরোধে উত্তাল ছিল কাশ্মীর। দেশের অখণ্ডতায় আঘাত হচ্ছে দেখেই কড়া হাতে তা দমনে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেও বিছিন্নতাবাদ ছড়াচ্ছিল বলে জানা গিয়েছিল। আর তাই নাশকতার রুখতে গিলানির প্রোফাইলে বুরহানের ছবি দেখেই প্রোফাইল ডিলিট করেছে সংস্থাটি। নিজের টুইটার প্রোফাইলে ফেসবুক প্রোফাইল ডিলিট হওয়ার এ খবর জানিয়েছেন হুরিয়ত নেতা নিজেই।


বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর