২৪ আগস্ট, ২০১৬ ১২:২৬

আফগান কন্যার প্রতিভা (ভিডিও)

অনলাইন প্রতিবেদক:

আফগান কন্যার প্রতিভা (ভিডিও)

আফগানিস্তানের মেয়ে রোবাবা মোহাম্মদী। বয়স মাত্র ১৬ বছর। আর এই বয়সেই তিনি অসম্ভব প্রতিভার অধিকারি। ছবি আঁকাই তার বড় নেশা। তবে তিনি দেখতে অন্যান্য চিত্রশিল্পীদের থেকে অনেক আলাদা। অন্যরা হাতের আঙুল দিয়ে ছবি আঁকলেও তিনি আঁকেন মুখ দিয়ে। খবর ভয়েস অব আমেরিকার।

খবরে বলা হয়, জন্ম থেকেই তিনি প্যারালাইসিস এ ভুগছেন। তার হাত-পা অস্বাভাবিক। তাই সাধারণ মানুষের মতো কাজ করতে পারেন না তিনি। শুধমাত্র পায়ের আঙুলগুলো ছাড়া তিনি হাত-পা নিয়ন্ত্রণ করতে অক্ষম। তবে তার এই প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। তিনি মুখের সাহায্যেই ফুটিয়ে তুলছেন সুন্দর সব দৃশ্য।  

এ ব্যাপারে রোবাবা বলেন, 'আমার স্বপ্ন কানাডার সবচেয়ে বড় মিউজিয়াম আগা খান-এ আমার ছবিগুলো প্রদর্শণ করা।' দেখুন রোবাবাকে নিয়ে ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদন-

 


বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৬/হিমেল-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর