২৯ আগস্ট, ২০১৬ ১১:১৬

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৪১ জন

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৪১ জন

সিঙ্গাপুরে জিকা ভাইরোসে আক্রান্ত ৪১ জনকে সনাক্ত করেছে দেশটির সরকার, যারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশি নির্মাণ শ্রমিক, যারা একই সঙ্গে বা একই অঞ্চলে কাজ করেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

সম্প্রতি জিকা উপদ্রপ এলাকায় তারা ভ্রমণ করেছিল কিনা তা জানা যায়নি। আক্রান্তদের মধ্যে ৩৪ জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। কিন্তু এখনও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত বছর ব্রাজিলে মশাবাহিত জিকা ভাইরাস প্রথম সনাক্ত করা হয়। এরপর পরই এই ভাইরাস লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে। এই ভাইরাস গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ এই ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মায়ের সন্তান মাইক্রোসেফেলি নামে একটি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। এতে সদ্যজাত শিশুর মাথা অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়।  

ব্রাজিলে ১৬শর বেশি শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হয়েছে। ফলে এসব শিশু অপেক্ষাকৃত ছোট মস্তিষ্ক নিয়ে জন্মেছে। মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।

বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর