২৯ আগস্ট, ২০১৬ ১৬:২৪

ভারতে বিদেশি পর্যটকদেরকে ছোট পোশাক না পরার পরামর্শ

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে বিদেশি পর্যটকদেরকে ছোট পোশাক না পরার পরামর্শ

ভারতে আসা বিদেশি পর্যটকদের ছোট পোশাক না পরার পরামর্শ দিলেন ভারতের পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। রবিবার আগ্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থে বিদেশি নারী পর্যটকদের স্কার্ট এবং ছোট পোশাক না পরাই ভাল। মনে রাখতে হবে ভারতীয় সংস্কৃতি পশ্চিমি সংস্কৃতির থেকে আলাদা। পাশপাশি রাতে নারী পর্যটকদের একা একা ঘোরাফেরা করতেও নিষেধ করা হয়েছে।

মন্ত্রী জানান, এটা শুধুমাত্র পরামর্শ হিসাবে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্কিত পুস্তিকা বিলি করা হবে। ভারতের মন্দির শহর বলে খ্যাত মথুরা এবং বৃন্দাবন পরিদর্শন করতেও এদিন বিদেশি পর্যকটদের পরামর্শ দেওয়া হয়েছে।

পর্যটনমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হওয়ায় পরে বিষয়টি ব্যখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘কোন ব্যক্তি কোন পোশাক পরবে এবং পরবে না সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি। রাতে যখন তারা বাইরে বেরোবেন তখন যেন একটু সতর্ক থাকেন। আর কারও পছন্দ-অপছন্দের বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না’।

 

বিডি-প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর