Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৩
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫০
বিরিয়ানির বিনিময়ে বাসে আগুন!
অনলাইন ডেস্ক
বিরিয়ানির বিনিময়ে বাসে আগুন!

কাবেরী নদীর পানি নিয়ে কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে এখনও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে তামিলনাড়ুর বেঙ্গালুরুতে ৪২টি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সে ঘটনায় ৪০০ জন গ্রেফতার করা হয়েছে। তাদেরই একজন সি. ভাগ্য।  

১২ সেপ্টেম্বর পার্কিং করে রাখা ওই বাসগুলোতে আগুন লাগানো হয়। আগুন লাগানোয় সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজে ভাগ্য নামের ২২ বছর বয়সী ওই নারীকে শনাক্ত করা হয়। অভিযোগ ওঠেছে মাত্র ১০০ রুপি আর এক প্লেট বিরিয়ানি পাওয়ার লোভে বাসগুলোতে আগুন লাগান ভাগ্য। গণমাধ্যমে এসব তথ্য ভাগ্যের মা-ই জানিয়েছেন।

দক্ষিণ-পশ্চিম তামিলনাড়ুর গিরিনগর আবাসিক এলাকায় মা-বাবার সাথেই থাকেন ভাগ্য।  তার মা ইয়েল্লামা জানান, দুপুর বেলা কাজ থেকে ফেরার পর তার 'বন্ধু'রা আন্দোলনে যোগ দিতে অনুরোধ করে। তারা এর বিনিময়ে এক প্লেট বিরিয়ানি ও ১০০ রুপি দেয়ারও প্রতিশ্রুতি দেয়।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

 

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow