Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩১
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০০
ওমরানকে নিজেদের বাড়িতে রাখতে চায় মার্কিন শিশু!
অনলাইন ডেস্ক
ওমরানকে নিজেদের বাড়িতে রাখতে চায় মার্কিন শিশু!

পৃথিবীর মানুষ যতোই হিংসা আর যুদ্ধের রাজনীতি নিয়ে মত্ত থাকুক না কেন- শিশু হৃদয়ে তবুও রয়েছে বন্ধু আর ভ্রাতৃত্বের টান। তারই যেন প্রমাণ হিসেবে সিরিয়ার বিমান হামলায় জখম শিশু ওমরান দানিশকে নিজের বাড়িতে এনে রাখতে চায় এক মার্কিনি শিশু! যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় বিমান হামলায় ঘর এবং পরিবারকে হারিয়েছিল পাঁচ বছরের শিশু ওমরান। আগস্ট মাসে তার রক্তস্নাত ছবি প্রকাশ্যে আসার পরই ঝড় বয়ে যায় পুরো পৃথিবী জুড়ে।  

সেই ওমরানের চোখের জল মুছে দিয়ে তাকে আপন করে নিতে চায় ছয় বছরের অ্যালেক্স। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লেখে সে কথা জানিয়েছে শিশুটি। অ্যালেক্স তার চিঠিতে লেখেছে, ওমরান তার বাড়িতে এসে থাকলে, সে ও তার বোন ওমরানকে নিজেদের ভাইয়ের মতো করেই গ্রহণ করবে। শুধু তাই নয়- নিজেদের খেলনাও তারা ওমরানকে দেবে। ওমরান ও সে একসঙ্গে প্রজাপতি এবং ফড়িং ধরবে বাড়ির বাগানে। এমনই স্বপ্ন দেখছে নিউ ইয়র্কের এই শিশুটি।

সূত্র: এবেলা

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow