২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৮

ফুটবল জার্সির ওপর নিষেধাজ্ঞা আইএসের!

অনলাইন ডেস্ক

ফুটবল জার্সির ওপর নিষেধাজ্ঞা আইএসের!

সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার নিজেদের নিয়ন্ত্রিত এলাকা ইরাকে আল-ফুরাত প্রদেশে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালির এসি মিলানের জার্সি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ৮০টি দোররা মারারও নির্দেশ দেয়া হয়েছে।  

 আইএসের ওই নিষেধাজ্ঞায় বলায় হয়, নাইকি ও অ্যাডিডাসের তৈরি ফুটবল জার্সি পরা যাবে না। ইরাকে জঙ্গি সংগঠনটির হিজবাহ নামক ধর্মীয় পুলিশ শাখা এই নিষেধাজ্ঞা জারি করে। 

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালির এসি মিলানের পোশাক এই দুটি কোম্পানিই তৈরি করে। সূত্র : দ্য হুইসেলার


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর