২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৯

৯/১১-র হামলায় সৌদিকে দায়ী করার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

৯/১১-র হামলায় সৌদিকে দায়ী করার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট

৯/১১-র হামলায় সৌদি সরকারকে দায়ী করার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে মার্কিন কংগ্রেসে আসা নতুন আইনের বিরুদ্ধে ভেটো দিলেন বারাক ওবামা। এ মাসেই মার্কিন কংগ্রেস ৯/১১-র বিলে সবুজ সংকেত দিয়েছে। 

এই আইনের বলে সন্ত্রাসের মদতকারী হিসেবে সৌদি সরকার এবং নাগরিকদের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করতে পারবে ক্ষতিগ্রস্থরা। এক্ষেত্রে কোন কূটনৈতিক রক্ষাকবচও পাবে না অভিযুক্ত সৌদি নাগরিকরা। শুক্রবার সেই আইনকেই ভেটো দিয়ে আটকে দিলেন ওবামা। 

বারাক ওবামার মতে, এই আইন মার্কিন স্বার্থের বিরোধী। কারণ এর ফলে কোন মার্কিন মদতপুষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর কাজকর্মেরও দায় সরাসরি ওয়াশিংটনের ওপর বর্তাবে বলে মন্তব্য করেন ওবামা। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ভেটো দিলেও ৯/১১-র বিলের সমর্থকরা দমে যেতে রাজি নন। ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টের ভেটো খারিজ করে দিতে পারবে বলে তারা আশাবাদী।


বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর