২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৭

মার্কিন মলে ফের বন্দুকধারীর হামলা

অনলাইন ডেস্ক

মার্কিন মলে ফের বন্দুকধারীর হামলা

আমেরিকার শপিং মলে ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। হিউস্টনের স্ট্রিপ মলে ওই বন্দুকধারীর গুলিতে ছয়জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীকে পাল্টা গুলি করে নিরস্ত করে পুলিশ।

হামলায় আহতদের মধ্যে তিনজনকে সাউথওয়েস্ট মেমোরিয়াল হাসপাতাল, একজনকে বেন ট্রব হাসপাতাল এবং দুজনকে মেমোরিয়াল হারম্যান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে হিউস্টনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ওয়েসলেয়ান অ্যান্ড বিসোনেট স্ট্রিপ মলে আগ্নেয়াস্ত্রসহ হানা দেয় এক ব্যক্তি। মলে ঢুকে সে এলোপাড়াতি গুলি চালায়।

টুইটারে এই ঘটনার কথা উল্লেখ করে হিউস্টন পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।  

এ ব্যাপারে হিউস্টন পুলিশের সহকারী প্রধান রিচার্ড ম্যান জানান, মলের কাছে ল স্ট্রিটে প্রায় ২০ মিনিট ধরে গুলি চলে। পুলিশের গুলিতে নিরস্ত্র করা হয় হামলাকারী বন্দুকবাজকে। তবে গুলিতে তার মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিতভাবে পুলিশ জানায়নি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর