শিরোনাম
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩১

সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

অনলাইন ডেস্ক

সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

অতীতের সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির তাপমাত্রা। সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির প্রাণকেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া পূর্বাভাস সেবাদাতা ওয়েবসাইট আকুওয়েদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। এর আগে ৩৮ বছর আগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটিতে ৯৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়।

লস অ্যাঞ্জেলেসে তাপমাত্রা  ১০০ ডিগ্রি, কামারিলো শহরে ১০৪ ও অক্সনার্ড শহরে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা হলো ১০২ ডিগ্রি ফারেনহাইট। বিরানভূমি উডল্যান্ড হিলসে এ তাপমাত্রা আরও ছাড়িয়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইটের কোঠা ছুঁয়েছে।

তাপমাত্রার এ বাড়াবাড়ি আজও থাকতে পারে বলে জানাচ্ছে আকুওয়েদার।

বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর