২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৬

ভারতের একটি রাফায়েল ঠেকাতে পাকিস্তানের লাগবে দুটি F-16

অনলাইন ডেস্ক

ভারতের একটি রাফায়েল ঠেকাতে পাকিস্তানের লাগবে দুটি F-16

২০২২-এ ভারতে আসছে ৩৬ টি রাফায়েল। আর এটি হবে দেশটির প্রতিরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় গেম চেঞ্জার। যাতে থাকবে ১৫০ কিলোমিটার রেঞ্জের মেটেওর এয়ার টু এয়ার মিসাইল। আর পাকিস্তানের F-16 কে টেক্কা দিতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

জানা যায়, গত শুক্রবার রাফায়েল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী তিন বছর পরে ভারতে আসবে প্রথম রাফায়েল। ততদিন পর্যন্ত পাকিস্তানের F 16 ঠেকাতে ভারত ব্যবহার করবে Sukhoi-30MKI. আর যখন ভারতের হাতে রাফায়েল এসে যাবে তখন তাকে ঠেকাতে পাকিস্তানকে ব্যবহার করতে হবে দুটি F 16। 

'ভারতীয় বিমানবাহিনীতে রাফায়েল হবে একটি গুরুত্বপূর্ণ অংশ। রাফায়েল বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ফাইটার জেট। যে কোন ধরনের হামলায় ব্যবহার করা যেতে পারে এটি।' এ কথা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।

রাফায়েলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে ছিল আমেরিকার F-35 , কিন্তু দাম ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে F16-এই সায় দিয়েছে ভারত। কেননা  ভারত মনে করে, তাদের সামরিক ক্ষেত্রে এটি বেশি সামঞ্জস্যপূর্ণ।

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর