২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩০

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন মেগি

অনলাইন ডেস্ক

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন মেগি

তাইওয়ানের পূর্বাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ টাইফুন মেগি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জীবনযাত্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর। এছাড়াও এতে কয়েকশ’ ফ্লাইটও ব্যাহত হয়।

সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, টাইফুন আঘাত হানতে যাওয়ায় ৫ হাজারের বেশি লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর আগের টাইফুনের আঘাতের কারণে প্রায় ৩৬ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মঙ্গলবার সকাল নাগাদ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ৫৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০৯টি ফ্লাইট বিলম্বিত হয়। এতে দেশের অধিকাংশ ট্রেন বন্ধ রাখা হয়েছে।

টেলিভিশনের ভিডিও ফুটেজে প্রচণ্ড বেগে বাতাস বয়ে যেতে এবং সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গ্রিনিচ মান সময় ০০৩০টায় মেগি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনের ২২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে। ঘণ্টায় ১৯৮ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।

বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর