২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৩

যেসব দেশে করের বোঝায় কাহিল ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

যেসব দেশে করের বোঝায় কাহিল ব্যবসায়ীরা

বৈশ্বিক প্রেক্ষাপটে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। দুর্নীতি, মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন বিষয়ে ফোরামটি  প্রত্যেকটি দেশের সার্বিক চিত্র তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে করের বোঝার বিষয়টিও। নাগরিকদের ওপর করের বোঝা বেশি এমন দেশকে তুলনামূলকভাবে প্রতিযোগিতায় পিছিয়ে আছে বলে গণ্য করা হয়েছে। 

করের বোঝার বিষয়টি পরিমাপ করতে বিশ্ব ব্যাংকের সার্বিক করের হার বিবেচনায় নেয়া হয়। এ বিষয়ে প্রতিবেদন তৈরি সময় মূলত ব্যবসায়ীদের করের বিষয়টার ওপরেই বেশি গুরুত্ব দেয়া হয়। 

করের হার ৫০ ভাগের ওপরে এমন দেশের তালিকায় প্রথম স্থানে আছে আর্জেন্টিনা। দেশটিতে করের হার ১৩৭.৪ শতাংশ। কর্পোরেট আয়ের ৯০ ভাগই চলে যায় সরকারের কোষাগারে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকায় বলিভিয়ায় করের হার ৮৩.৭ শতাংশ। বেসরকারি প্রতিষ্ঠানের ৬০ ভাগ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে।  

তালিকায় তৃতীয় স্থানে থাকা তাজিকিস্তানে করের হার ৮১.৮ শতাংশ। মধ্য এশিয়ার এ দেশটিতে করের হার গত বছর আরো কম ছিল (৮০.৯ শতাংশ)। আফ্রিকার মহাদেশের মধ্যে আলজেরিয়ার করের হার সবচেয়ে বেশি (৭২.৭ শতাংশ)। তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। ৫ম স্থানে আছে কৃষি নির্ভর দেশ মৌরিতানিয়া। দেশটিতে করের হার ৭১.৩ শতাংশ। 

করের হার ৫০ ভাগের বেশি এ তালিকায় এরপরেই আছে কলম্বিয়া (৬৯.৭), ব্রাজিল (৬৯.২), চীন (৬৭.৮), ভেনেজুয়েলা (৬৫), ইতালি (৬৪.৮), নিকারাগুয়া (৬৩.৯), শাদ (৬৩.৫), গাম্বিয়া (৬৩.৩), বেনিন (৬৩.৩), ফ্রান্স (৬২.৭)। 
সূত্র : বিজনেস ইনসাইডার
 
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর