৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪১

পেরেজের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন বিশ্ব নেতারা

অনলাইন ডেস্ক

পেরেজের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন বিশ্ব নেতারা

ফাইল ছবি

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী শিমন পেরেজের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসসহ বিশ্ব নেতারা।  

শুক্রবার এ উপলক্ষে জেরুজালেমের জাতীয় সমাধিক্ষেত্র মাউন্ট হার্জলে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সমাধিক্ষেত্রের আশপাশের বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

গত বুধবার ৯৩ বছর বয়সে পেরেজের মৃত্যু হয়। এরপর ইসরাইলের সর্বশেষ প্রতিষ্ঠাতার প্রতি বিশ্ব নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
জেরুজালেমে বৃহস্পতিবার পার্লামেন্টের বাইরে রাষ্ট্রীয় মর্যাদায় পেরেজের কফিন রাখা হয়। এ সময় ৩০ হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ছিলেন।

অসলো চুক্তির বিরোধিতাকারী এক ইহুদী চরমপন্থীর হাতে ১৯৯৫ সালে নিহত রবিনের পাশে পেরেজকে সমাহিত করা হবে।
তিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং আরেক ইসরাইলি নেতা আইজ্যাক রবিনের সাথে যৌথভাবে এ পুরস্কার পান তিনি।

বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর