৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৩

মেক্সিকোতে নদী থেকে ১২ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে নদী থেকে ১২ মরদেহ উদ্ধার

মেক্সিকোর একটি নদী থেকে ১২টি মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। নদীটি একটি লেকের কাছে অবস্থিত। লেকটি মার্কিন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার দুটি মাদক চক্রের মধ্যে সহিংসতায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফডপি’র।

জালিস্কো রাজ্যের প্রধান প্রসিকিউটর এডুয়ার্ডো আলমাগুয়ের বলেন, বৃহস্পতিবার বিকেলে লার্মা নদীতে তিনটি মরদেহ পাওয়া গেছে।
এর আগে সপ্তাহের প্রথম তিন দিনে আরো ৯টি মরদেহ পাওয়া যায়।

কিভাবে এরা মারা গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে অন্তত দুজনের দেহে গুলির জখম রয়েছে। অপর দুটি দেহ পচে বিকৃত হয়ে গেছে।
মরদেহগুলো জাম্যাই পৌর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি মাছ ধরার এলাকা।

মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন ও অন্যান্য সহিংস অপরাধ চক্রগুলো মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে ব্যাপক সহিংসতা চালাচ্ছে।

বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর