Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৩
আপডেট :
৩০ লাখ মানুষ হত্যা করবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!
অনলাইন ডেস্ক
৩০ লাখ মানুষ হত্যা করবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!

বিশ্বের সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, ঘৃণ্য নেতাদের তালিকা করলে প্রথম স্থানেই জার্মানির স্বেরাচারী অ্যাডলফ হিটলারের নাম থাকবে। লাখ লাখ ইহুদি হত্যা করে বিশ্ব ইতিহাসে তিনি নিন্দিত। আর সেই নেতার সঙ্গে নিজেকে তুলনা করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনিও হিটলারের মতো ৩০ লাখ মানুষ হত্যার ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।

শত শত মাদকসেবীকে হত্যার নির্দেশ দিয়ে এরিমধ্যে রদ্রিগো দুতার্তে আলোচনায় ওঠে এসেছেন। শুধু আলোচিত নয়, সমানভাবে সমালোচিতও হচ্ছেন। শুক্রবার নিজ শহর দাভাওয়ে দেয়া এক বক্তৃতায় রদ্রিগো দুতার্তে বলেন, হিটলার যেমন ইহুদিদের মেরেছেন তেমনি আমিও মাদকাসক্তদের হত্যা করতে চাই। হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছেন। এখন ফিলিপাইনেও মাদকাসক্তের সংখ্যা ৩০ লাখ। তাদের হত্যা করতে পারলে আমি খুবই খুশি হবো। যদি জার্মানির হিটলার পারেন তাহলে ফিলিপাইনের নাগরিক হয়ে আমিও সেটা করতে পারবো। আমি আমার দেশের এই সমস্যাটি একেবারে উপড়ে ফেলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই।


বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow