৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৪

১৪ বছর পর ভ্যান গঘের চিত্রকর্ম উদ্ধার

অনলাইন ডেস্ক

১৪ বছর পর ভ্যান গঘের চিত্রকর্ম উদ্ধার

চুরি যাওয়ার ১৪ বছর পর উদ্ধার করা হলো নেদারল্যান্ডের বিখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের দুটি চিত্রকর্ম। ২০০২ সালের ৭ ডিসেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামমের ভিনসেন্ট ভ্যান গঘ জাদুঘর থেকে ওই দুটি চিত্রকর্ম উধাও হয়ে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস থেকে ওই চিত্রকর্ম দুটি সম্প্রতি উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

চিত্রকর্ম দুটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। জাদুঘরের পরিচালক এক্সেল রুগের বলেন, চিত্রকর্মগুলি পাওয়া গেছে! এই মুহূর্তটির জন্য আমাদের ১৪টি বছর অপেক্ষা করতে হয়েছে।

ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম দুটি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আঁকা। এগুলো হলো ‌‌১৮৮৪/৮৫ এর সালে আঁকা 'কনগ্রিগেশন লিভিং দ্য রিফর্মড চার্চ ইন নুয়েনেন' এবং ১৮৮২ সালে আঁকা  'সিস্ক্যাপ অ্যাট শিভেনিজেন'।

 

বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর