১ অক্টোবর, ২০১৬ ০১:৫১

সার্জিক্যাল অপারেশনের প্রমাণ সরাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

সার্জিক্যাল অপারেশনের প্রমাণ সরাচ্ছে পাকিস্তান

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন এটা ‘সম্পূর্ণ মিথ্যা’।

এদিকে গোয়েন্দা সূত্রে খবর, যে এলাকায় ভারতীয় সেনা অভিযান চালিয়েছিল সেখানে পাক সেনার স্পেশাল অ্যাকশন গ্রুপকে দেখা গেছে।

গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় সেনার সার্জিক্যাল অপারেশনে নিহত জঙ্গিদের দেহগুলির শেষকৃত্যের কাজ পাকিস্তান শুরু করেছে। ভারতীয় সেনার অভিযানের প্রমাণ মুছে ফেলতে গোপনে এই কাজ করা হচ্ছে।

বুধবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাতটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। ৪ ঘন্টার এই অভিযানে কমপক্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর এই অভিযানের কথা অবশ্য অস্বীকার করেছে পাকিস্তান।

বিডি-প্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর