১ অক্টোবর, ২০১৬ ১৬:৩৩

ভারতের ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত পাকিস্তানি সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

ভারতের ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত পাকিস্তানি সেনাবাহিনী

পাকিস্তান ভূখণ্ডে ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক থামছেই না। পাকিস্তানের দাবি কোনো সার্জিক্যাল স্ট্রাইকই নাকি হয়নি। সেটা দুই পক্ষের মধ্যে গোলাগুলি, যাতে পাকিস্তানের দুই সেনা নিহত হন। ক্ষয়ক্ষতি হয়েছে ভারতেরও। কিন্তু ভারত বলছে, সেটা নিছক গোলাগুলি ছিল না। ভারতের সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালায়। এতে ৩৮ জন নিহত হন। 

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটা বলা হলেও তা মিথ্যা দাবি করেছেন পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাওয়েজা। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের। 

শনিবার তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী নিশ্চিত যে, এতে ভারতও ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারত কেন নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি লুকাচ্ছে তা স্পষ্ট নয়। লাইন অব কন্ট্রোলে (এলওসি) সামরিক বাহিনী উপযুক্তভাবেই ভারতের গোলাগুলির জবাব দিয়েছে। মাতৃভূমিকে রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও সেটা করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। 

 

বিডি প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর