১ অক্টোবর, ২০১৬ ১৮:১৫

'উত্তর-পূর্বের জঙ্গিদেরও এভাবে নির্মূল করা হোক'

দীপক দেবনাথ, কলকাতা

'উত্তর-পূর্বের জঙ্গিদেরও এভাবে নির্মূল করা হোক'

মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতের সেনাবাহিনী যেভাবে পাক শাসিত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবার ঠিক সেভাবেই বাংলাদেশ ও মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা উত্তর-পূর্ব ভারতের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার কথা বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। 

শুক্রবার শিলং-এ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারে ঘাঁটি গেঁড়ে থাকা ভারত বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করাটা রাজ্যের কাজ নয়। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারের উচিত বিদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি শিবিরগুলিকে ধ্বংস করতে সেনা অভিযান শুরু করা।

সাংমার দাবি, ‘উত্তর-পূর্ব ভারত এবং আন্তর্জাতিক সীমান্তের ওপারেও জঙ্গি গোষ্ঠীগুলি অতি সক্রিয়। তাই কেন্দ্র সরকারের উচিত এই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে এই জঙ্গি গোষ্ঠীগুলিকে নির্মূল করতে ‘সার্জিক্যাল অপারেশন’ বা সেনা অভিযান চালানো উচিত বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থে এই ধরনের পদক্ষেপকে সবসময়ই স্বাগত জানানো হবে’।

 


বিডি-প্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর