Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২ অক্টোবর, ২০১৬ ২১:৪৬
আপডেট :
হোয়াইট হাউজে ওবামার কসরত
অনলাইন ডেস্ক
হোয়াইট হাউজে ওবামার কসরত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আর মাত্র কয়েক মাস আছেন বারাক ওবামা। আগামী ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থীই পরবর্তীতে ওই বাসভবনে উঠবেন। আর তখন বিদায় নিতে হবে ওবামাকে। তাই শেষ কয়েকদিন একটু অন্যরকম ভাবে কাটাতে চাইছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। অলিম্পিকে ও প্যরালিম্পিকে সাফল্য পেয়েছেন আমেরিকার খেলোয়াড়রা। এরপর সিমোন বাইলসের নেতৃত্বে জিমন্যাস্টদের দল দেখা করতে গিয়েছিল ওবামার সঙ্গে। সেখানে সাক্ষাৎ তো হলই, পেশাদার জিমন্যাস্টদের সঙ্গে কসরতও করলেন ওবামা।

পরে সেই কসরতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমেরিকান নতুন তারকা সিমোনা বাইলস। হোয়াইট হাউসের নিজস্ব অ্যকাউন্ট থেকেও ছবি শেয়ার করা হয়েছে।

ওবামার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত জিমন্যাস্টরা জানালেন, তাদের সাফল্যের পথটা খুব একটা সহজ ছিল না। তবে এতটা পথ পেরিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে ভাল লাগছে।    

বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow