Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৩ অক্টোবর, ২০১৬ ১৪:৫০
আগামী বছর বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস
অনলাইন ডেস্ক
আগামী বছর বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিসের আগামী বছরের সফর পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের নামও। তবে এই সফরের দিনক্ষণ সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি।

রবিবার ২০১৭ সালে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।  

আগামী বছর বাংলাদেশ এবং ভারত সফরের ব্যপারে তিনি 'প্রায় নিশ্চিত' বলে জানিয়েছেন।

বাংলাদেশ-ভারত ছাড়াও আগামী বছর পর্তুগাল যাবেন পোপ, দেশটির ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে।

এছাড়া আফ্রিকায় যেতে চান পোপ, তবে ঠিক কোন দেশে তা এখনো নিশ্চিত করা হয়নি। সেটি নির্ভর করবে ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর।

২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর পোপ ইতিমধ্যেই সর্বোচ্চ ১৬টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন।

এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব মাধ্যমে কম মনোযোগ পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে পোপের ভ্রমণ তালিকায়।  

 

বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow