Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ অক্টোবর, ২০১৬ ১৯:৪৩
সে খারাপ লোক নয়, কিন্তু...
অনলাইন ডেস্ক
সে খারাপ লোক নয়, কিন্তু...

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর ভাষায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্প খারাপ লোক নয়, কিন্তু আমেরিকার জনগণের ব্যাপারে তার সংবেদনশীলতা অনেক কম।

মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জো বাইডেন এ মন্তব্য করেন।

ট্রাম্প সম্পর্কে জো বাইডেন আরো বলেন, সে খারাপ না হলেও তার অজ্ঞতা অনেক বেশি, অনেক বেশি।  

চলতি বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। সাক্ষাৎকারে ট্রাম্পের নিন্দা করলেও হিলারির প্রশংসা করেছেন বাইডেন। তিনি জানান, হিলারি যাতে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউজে প্রবেশ করতে পারেন সেজন্য তিনি কঠোর চেষ্টা করছেন। হিলারিকে নিয়ে ট্রাম্প যেসব আপত্তিকর মন্তব্য করেছেন সেসবের নিন্দা জানান বাইডেন। ক্ষমতায় আসলে মোটা অঙ্কের কর আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জো বাইডেন মজা করে বলেন, আশা করছি আমাকে কর দিতে হবে না।

 

বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow