Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৬ অক্টোবর, ২০১৬ ০৯:২৫
আপডেট : ৬ অক্টোবর, ২০১৬ ০৯:২৯
ওবামার যে ইচ্ছাটা পূরণ হয়নি
অনলাইন ডেস্ক
ওবামার যে ইচ্ছাটা পূরণ হয়নি

পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। ক্ষমতায় আসার পর সারা বিশ্বের বহু উল্লেখযোগ্য স্থানেই ভ্রমণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বিশ্বের অন্যতম ক্ষমতাবান মানুষ হিসেবে ধরা হয় তাকে। তাই সর্বত্রই ভ্রমণের ক্ষেত্রে বিস্তর সুবিধা এবং ভালবাসা পেয়েছেন বারাক ওবামা। তবে ভারতে এসেও একটি জায়গায় যাওয়ার ইচ্ছা অসম্পূর্ণ থেকে গেছে তার। সে জন্য তিনি নাকি আজও আফসোস করেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা।

২০১৫ সালে তিনি যখন ভারতে এসেছিলেন, তখন দেশটিতে অবস্থিত বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের দর্শনের স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল ওবামার। কিন্তু সে সময় সৌদি আরবের বাদশা আবদুল্লাহর মৃত্যুর কারণে সফর অসামাপ্ত রেখেই চলে যেতে হয় তাকে। ইচ্ছেপূরণের দোরগোড়ায় এসেও ফিরতে হয় সে সময়। তাই আজও সেই দুঃখ তাকে তাড়িয়ে বেড়ায়।

বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow