২০ অক্টোবর, ২০১৬ ০৬:১১

হাইতিতে নতুন আতঙ্ক

অনলাইন ডেস্ক

হাইতিতে নতুন আতঙ্ক

হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। তাছাড়া তিন শতাধিক মানুষের শরীরে ধরা পড়েছে জলবাহিত রোগের জীবানু। এতে মৃত্যুও হয়েছে বিশ জনের। এখন হাইতিতে নতুন আতঙ্ক কলেরা। হাসপাতালগুলিতেও ক্রমাগত বাড়ছে এ রোগীর সংখ্যা।

বলিভিয়া, কিউবা, ডমিনিক রিপাবলিক রাষ্ট্রে তিনটিতে তাণ্ডব চালানোর পর হাইতিতে আছড়ে পড়েছিল হারিক্যান ম্যাথিউ। পোর্ট অউ প্রিন্স থেকে জেরেমি। দুর্যোগে তছনছ হয়ে যায় সাজানো উপকূল, হু হু করে বাড়তে থাকে নিহতের সংখ্যা। 

এদিকে দেশজুড়ে চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। লাগাতার বৃষ্টিতে বানভাসি দেশের বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সঙ্কটও চরমে। এ অবস্থায় হাইতিবাসীর কাছে নতুন আতঙ্ক কলেরা। এ রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে বহু মানুষ। যদিও হাইতির স্বাস্থ্যমন্ত্রীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর