২১ অক্টোবর, ২০১৬ ১১:২৮

ভোটে জিততে জওয়ানের রক্ত বিক্রি করা হচ্ছে: ফারুক আবদুল্লা

দীপক দেবনাথ, কলকাতা:

ভোটে জিততে জওয়ানের রক্ত বিক্রি করা হচ্ছে: ফারুক আবদুল্লা

ভোটে জেতার জন্যই সেনা জওয়ানদের রক্ত নিয়ে ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উরিতে জঙ্গি হামলার পর এলওসি পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন ফারুক।

গতকাল বৃহস্পতিবার পুঞ্চে একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে তোপ দেগে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান বলেন, ''ভোটে জেতার জন্য আজ আমরা আমাদের জওয়ানদের রক্ত বিক্রি করতে চাইছি? অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, আমরা জওয়ানদের রক্ত নিয়ে ব্যবসা করতে চাইছি...কিন্তু মনে রাখতে হবে একজন জওয়ান কখনও কোন রাজনৈতিক দলের হয় না, তিনি গোটা দেশের।''

সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিদেশ নীতি প্রসঙ্গ তুলে আনেন ফারুক। বাজপেয়ীর এক উদ্ধৃতি তুলে ধরে ফারুক বলেন, ''বাজপেয়ীজি প্রায়ই বলতেন বন্ধু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু প্রতিবেশি নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজপেয়ীর সেই আদর্শকে এখনও গ্রহণ করতে পারেননি।''

সাম্প্রতিককালে সীমান্ত পারের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানাপড়েন শুরু হয়েছে তা স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান ফারুক আবদুল্লা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর