২১ অক্টোবর, ২০১৬ ১২:৩০

সিধুকে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব কংগ্রেসের

অনলাইন ডেস্ক

সিধুকে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব কংগ্রেসের

বছর ঘুরলেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। জরিপে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও খুব একটা পিছিয়ে নেই দিল্লির শাসন ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (‌আপ)। কঠিন লড়াইয়ে এ সময় বিজেপি থেকে বেরিয়ে যাওয়া আওয়াজ-ই-পাঞ্জাব দলের নেতা নভজ্যোৎ সিং সিধুকে দলে টানতে চাইছে কংগ্রেস।

ঘনিষ্ঠ সূত্রের, কংগ্রেস উপ-মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব দিয়েছে সিধুকে। মুখ্যমন্ত্রী পদে আগেই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম পাকা করে ফেলেছে কংগ্রেস। জানা গেছে, প্রাথমিক আলোচনায় সিধুর নতুন দল আওয়াজ-ই-পাঞ্জাবকে ১১৭ আসনের মধ্যে ১৩টা আসন ছাড়তে রাজি হয়েছে প্রদেশ কংগ্রেস। এর বিনিময়ের দলটির নেতারা চাচ্ছেন, আলাদা দল হিসেবে নয়, কংগ্রেসের সঙ্গেই মিশে যেতে হবে সিধুর দলকে। যাতে ভোটের পরে কংগ্রেসের ভরাডুবি হলেও সিধু আবার অন্যদিকে পা না বাড়ান।

কংগ্রেসের আশঙ্কা কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে নিয়ে। গোপনে নাকি এখনও দলটি যোগাযোগ রাখছে সিধুর সঙ্গে। কংগ্রেসে যোগ দেবেন কী না- এ নিয়ে  সিধু এখনো কোনও উত্তর দেননি।

 

বিডি প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর