২১ অক্টোবর, ২০১৬ ১৬:১৩

ইন্দোনেশিয়ায় আইএস সন্দেহে যুবককে হত্যা

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় আইএস সন্দেহে যুবককে হত্যা

ইন্দোনেশিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে সেখানকার পুলিশ। আইএস জঙ্গি সন্দেহে তার উপর গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশের অভিযোগ মতে, বৃহস্পতিবার সকালে এক পুলিশ অফিসারের উপর হামলা চালায় ওই যুবক। জাকার্তার উপকণ্ঠে ছুরি ও পাইপ বোমা নিয়ে সে ওই হামলা চালায়। তার জের ধরেই গুলি করে হত্যা করা হয় তাকে।

জাকার্তা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এ দিন তাঙ্গেরাঙ্গ শহরে প্রকাশ্য রাস্তায়  ওই হামলাকারী ব্যাগ থেকে ছুরি বের করে এক পুলিশ কর্মকর্তাকে এলোপাথারি কোপাতে থাকে। অস্ত্র হাতে ধাওয়া করে অন্য পুলিশ সদস্যদেরও। এই ঘটনায় আহত হন তিন পুলিশ অফিসার।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে দুটি পাইপ বোমা ছোড়ে ওই যুবক। যদিও সেই পাইপ বোমা বিস্ফোরণ হয়নি।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক ট্রাফিক পুলিশের পোস্টে আইএসের প্রতীক লাগানো স্টিকার লাগিয়ে দেয় ওই হামলাকারী। এর পরেই পাল্টা গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২১ বছরের সুলতান আজিয়ানজা স্থানীয় একটি কট্টরপন্থী সংগঠনের সদস্য। পুলিশের ওপর কট্টরপন্থীদের হামলা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়।
 

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর