২১ অক্টোবর, ২০১৬ ১৭:২৫

আলেপ্পোতে তুর্কি বিমান হামলায় নিহত ২০০

অনলাইন ডেস্ক

আলেপ্পোতে তুর্কি বিমান হামলায় নিহত ২০০

সিরিয়ার আলেপ্পোতে তুর্কি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০০ কুর্দি মিলিশিয়া নিহত হয়েছে। কুর্দি কর্তৃপক্ষ এবং তুর্কি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির। 

আলেপ্পো শহরের উত্তরে উম আল-কুরা, আল-হাসিয়া এবং উম হোশ গ্রামের কয়েকটি স্থানে বিমান হামলা চালায় তুরস্ক। গ্রামগুলো কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাছ থেকে দখল করেছিল।

উয়াইপিজের হেড কোয়ার্টার, সম্মেলন কেন্দ্র, আশ্রয় এবং অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত বেশ কিছু ভবন এবং চারটি যানবাহন তুর্কি বাহিনীর অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি।

তুর্কি যুদ্ধবিমান থেকে অন্তত ২০ বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ। তবে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, আলেপ্পোতে কুর্দিদের ওপর ২৬ বার বিমান হামলা চালানো হয় এবং এই হামলায় ১৬০ থেকে ২০০ জন বিদ্রোহী নিহত হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর