২২ অক্টোবর, ২০১৬ ০৯:৪৭

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সাইবার হামলার শিকার হয়েছে। ফলে প্রধান ওয়েবসাইটগুলোতে ঢুকতে পাচ্ছেন না ব্যবহারকারীরা। তবে কে বা কারা এই ইন্টারনেট হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় ইন্টারনেট সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ঘটা এ ঘটনার পর থেকে দেশটির প্রধান ওয়েবসাইটগুলোতে ঢুকা যায়নি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

স্থানীয় ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, টুইটার, নেটফিক্স, স্পটিফাই, এয়ারবিএনবি, রেডডিট, এটসি, সাউন্ডক্লাউড এবং দি নিউইয়র্ক টাইমসের মতো প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা দেখা দিচ্ছে।

এ নিয়ে দেশটির ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট অ্যাটক বা সাইবার অ্যাটাকের বিষয়টি স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/ ২২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর