২৩ অক্টোবর, ২০১৬ ১০:৩৪

যে কারণে ক্যামেরুনে এত বড় রেল দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

যে কারণে ক্যামেরুনে এত বড় রেল দুর্ঘটনা

লাইনচ্যুত হয়ে ট্রেনের একাধিক বগি উল্টে গেলে শুক্রবার ক্যামেরুনে ৭০ জনের মৃত্যু হয়। এতে আহত হন ৬০০ জন। এ ঘটনায় শনিবার সারাদেশে এক দিনের শোক ঘোষণা করেন ক্যামেরুনের প্রেসিডেন্ট।

কেন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। যে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে সেটি ছিল নয় বগির। কিন্তু বেশি যাত্রী বহনের জন্য অতিরিক্ত আরও আটটি বগি জুড়ে দেয়া হয় ট্রেনটির সঙ্গে। আর তাতেই ভারসাম্য হারায় ট্রেন। 

রেলওয়ে সূত্রে জানা যায়, ৬০০ জনের ধারণক্ষমতা হলেও দুর্ঘটনা ঘটার সময় মোট ১৩০০ জন ওই ট্রেনে ছিলেন।   

ক্যামেরুনের পরিবহণমন্ত্রী এডগার অ্যালেইন মেবে'গো জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় এখনো দেশজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

বিডি প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর