২৩ অক্টোবর, ২০১৬ ১২:৫৮

হাইতির কারাগার থেকে দেড় শতাধিক বন্দির পলায়ন

অনলাইন ডেস্ক

হাইতির কারাগার থেকে দেড় শতাধিক বন্দির পলায়ন

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি কারাগার থেকে ১৭৪ জন বন্দি পালিয়ে গেছেন। পালানোর সময় তারা পাঁচটি রাইফেল নিয়ে গেছে। খবর সিএনএনের। 

বন্দিদের সঙ্গে কারারক্ষীদের গোলাগুলিতে একজন রক্ষী ও একজন বন্দি নিহত হয়েছেন। দেশটিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু করেছে।

হাইতির সরকার টুইটারে দেয়া এক টুইটে একে কারাবিদ্রোহ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।বন্দিদের সঙ্গে কারারক্ষীদের গোলাগুলিতে একজন রক্ষী ও একজন বন্দি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী ক্যামিল এদুয়ার্দ জুনিয়র। তিনি বলেন, আরও তিনজন বন্দি আহত হয়েছেন। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। 

রাজধানী থেকে ৩০ মাইল উত্তরে আরকাহায়ের এ কারাগারের বন্দিদের কোন ইউনিফর্ম পরতে হয় না। ফলে বন্দিদের পক্ষে সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়া সহজ।

উল্লেখ্য, হাইতির কারাগারগুলোয় ভয়াবহভাবে ধারণক্ষমতার চাইতে সংখ্যায় বেশি বন্দিকে রাখা হয়। বিচারের আগেই বছরের পর বছর কারাগারে আটক থাকতে হয় এসব বন্দিদের। 

 

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর