২৪ অক্টোবর, ২০১৬ ০২:৪২

মসুল পুনর্দখলে নিচ্ছে কুর্দিশ-ইরাকি জোট সেনা

অনলাইন ডেস্ক

মসুল পুনর্দখলে নিচ্ছে কুর্দিশ-ইরাকি জোট সেনা

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহরের পুনর্দখল নিতে সোমবার সকালেই সামরিক অভিযান শুরু হবে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহর পুনর্দখলে অন্তত এক লাখ সেনা প্রস্তুত রয়েছে। ফলে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে তোলা হবে।

রবিবার সেনা কমান্ডাররা এ তথ্য জানিয়েছেন।

মসুল শহর ইরাকে আইএসের সবশেষ বড় শক্ত ঘাঁটি। ২০১৪ সালের জুন থেকে আইএসের দখলে আছে মসুল।

জানা গেছে, কুর্দিশ-ইরাকি জোট সেনাদের ঝটিকা আক্রমণে ইতোমধ্যে গুটিয়ে গেছে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এদিকে মসুল হাতছাড়া হচ্ছে দেখে গণহত্যায় মেতে উঠেছে আইএস।

বিভিন্ন সূত্রে আরো জানা যায়, গত শনিবার আরও ৪০ জনকে প্রকাশ্যে হত্যা করেছে জঙ্গিরা। মৃত্যুর মুখে পড়ে থাকা আরও অনেককে মানব ঢাল হিসেবে কাজে লাগাচ্ছে আইএস।

অন্যদিকে, কুর্দিশ সেনাদের হাতে মরছে জঙ্গিরাও। মসুলে রয়েছে আইএস প্রধান বাগদাদি। তার পালানোর সবকটি সম্ভাব্য রাস্তা বন্ধ করেছে জোট বাহিনী। মসুল সংলগ্ন বিভিন্ন গ্রাম এখন কুর্দিস-ইরাকি সেনার দখলে।

সোমবার সকালেই মসুল দখলের চেষ্টা করা হবে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর