২৫ অক্টোবর, ২০১৬ ০৯:৪৩

চীনে এক পদে চাকরিপ্রার্থী ৯,৫০৪ জন!

অনলাইন ডেস্ক

চীনে এক পদে চাকরিপ্রার্থী ৯,৫০৪ জন!

তাহলে কি চীনে চাকরির বাজারে মন্দা চলছে? বড় কোন প্রযুক্তি ফার্মেও নয়, দেশটির একটি ক্ষমতাহীন রাজনৈতিক দলের অভ্যর্থনা বিভাগে একটি পদের বিপরীতে চাকরির আবেদন করেছেন ৯ হাজার ৫০৪ জন। গতকাল সোমবার ছিল আবেদনের শেষ দিন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

স্থিতিশীল আয় ও ক্রমবর্ধমান লাভের জন্য চীনে কেন্দ্রীয় সরকারের অবস্থান অত্যন্ত জনপ্রিয়। একইসঙ্গে এখানে কেউ কাজ করলে তাকে চীনের কমিউনিষ্ট পার্টির সদস্যপদ দেওয়া হয় যা আলাদা মর্যাদা বহন করে। এ কারণে অনেকেই চীনের কেন্দ্রীয় সরকারের যে কোন পদে কাজ করতে আগ্রহী। কিন্তু, সেখানে বেইজিংয়ের 'চায়না ডেমোক্রেটিক লিগ'- এর অফিস কর্মচারী পদের জন্য প্রায় দশ হাজার আবেদন অনেককেই অবাক করেছে।  

'চায়না ডেমোক্রেটিক লিগ' ক্ষমতসাীন কমিউনিস্ট পার্টির পাশাপাশি চীনের আটটি অনুমোদিত রাজনৈতিক দলের একটি। সমালোচকদের মতে এটি প্রকৃত পক্ষে কোন রাজনৈতিক দল নয়। এটা আছে যাতে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা বলতে পারেন যে, চীন এক রাজনৈতিক দলের দেশ না।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর