২৫ অক্টোবর, ২০১৬ ১৫:২৪

২০০০ রোহিঙ্গাকে গ্রাম ছাড়ার নির্দেশ মিয়ানমার সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

২০০০ রোহিঙ্গাকে গ্রাম ছাড়ার নির্দেশ মিয়ানমার সেনাবাহিনীর

ছবি : আল জাজিরা

সীমান্তে নিরাপত্তারক্ষীদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই হাজার রোহিঙ্গাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গ্রাম ছেড়ে দিতে নির্দিষ্ট সময়ও বেঁধে দেয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা সঙ্গে নিতে পারবেন। খবর আল জাজিরার।

রবিবার সেনাদের দেয়া কঠোর নির্দেশের সঙ্গে সঙ্গে এরইমধ্যে শত শত রোহিঙ্গা নিজেদের চিরচেনা আবাস ছেড়ে যাচ্ছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিলবে কোথায়? দিশেহারা হয়ে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ধানক্ষেতের ভেতর। জানা গেছে, গত দুই দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে শত শত রোহিঙ্গা। 

৯ অক্টোবর সীমান্তে নিরাপত্তাবাহিনীর ওপর রোহিঙ্গারা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেনাবাহিনী সচেতনভাবেই নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে এ পদক্ষেপ নিয়েছে। কারণ তারা পুলিশ বর্ডার পোস্টের ওপর হামলা চালিয়েছে। 

তবে রোহিঙ্গারা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরাই বেসামরিক মানুষদের হত্যা করছে এবং  ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। 

 

বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর