২৬ অক্টোবর, ২০১৬ ০৮:১৯

ম্যান বুকার পুরস্কার জিতলেন পল বিটি

অনলাইন ডেস্ক

ম্যান বুকার পুরস্কার জিতলেন পল বিটি

প্রথম কোনো অ্যামেরিকান হিসেবে ম্যান বুকার পুরস্কার জিতেছেন পল বিটি। আমেরিকার বর্ণবাদী রাজনীতিকে বিদ্রুপ করে লেখা 'দ্য সেলআউট' বইটির জন্য পল বিটি এ পুরস্কার পান। বিদ্রুপাত্মক এই বইটির জন্য বিচারকরা পল বিটিকে মার্ক টোয়াইন ও জোনাথন সুইফটের কাতারে স্থান দিয়েছেন।  খবর গার্ডিয়ানের। 

ইংরেজি ভাষার সাহিত্যে অন্যতম সেরা সম্মানজনক পুরস্কার ম্যান বুকার। লন্ডনের গিল্ডহলে পুরস্কার গ্রহণের সময় পল বিটি বলেন, এ জার্নিটা যে কত কঠিন তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।  

১৯৬৯ সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেয়া হয়। তবে এ পুরস্কার শুধু কিছু দেশের লেখকের জন্য সীমাবদ্ধ ছিল। দুই বছর আগে পুরস্কারটি সব দেশের লেখকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 

আধুনিক আমেরিকাতে আবারও দাসত্ব ফিরিয়ে আনার চেষ্টাই 'দ্য সেলআউট' বইটির মূল উপজীব্য। এ বছর ম্যান বুকার পুরস্কার কমিটির বিচারক প্যানের চেয়ারম্যান ছিলেন আমান্ডা ফোরম্যান। বিটির উপন্যাস সম্পর্কে তিনি বলেন, এটি সাম্প্রতিক সমাজ, বিশেষ করে আমেরিকান সমাজের হৃদয় নিয়ে নাড়াচাড়া করেছে- বুদ্ধিমত্তার সাথে, যেটা সুইফট বা টোয়াইনের পর আর চোখে পড়েনি। 

 

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর