২৬ অক্টোবর, ২০১৬ ১১:২৯

দেশীয় প্রযুক্তিতেই রাডার সিস্টেম চালু ইরানের

অনলাইন ডেস্ক

দেশীয় প্রযুক্তিতেই রাডার সিস্টেম চালু ইরানের

ফাইল ছবি

বিশ্বের অত্যাধুনিক রাডার সিস্টেমগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম নিজস্ব প্রযুক্তির নতুন কিছু রাডার চালু করছে ইরান। ৫০০ কিলোমিটার পাল্লার এইসব রাডার প্রাথমিক সতর্কবাণী দেয়া, দূরপাল্লার বিমান পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ভূমির ব্যবহারযোগ্যতা ও ত্রিমাত্রিক শনাক্তকরণ ব্যবস্থায় সহায়তা দেবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসাইন দেহকান এসব তথ্য জানিয়েছেন। 

তিনি আরও বলেছেন, রাডারগুলোর রয়েছে ইলেক্ট্রনিক যুদ্ধ মোকাবেলার অত্যাধুনিক নানা কৌশল ব্যবহার, টার্গেট নির্ধারণের ক্ষমতা ও ২০০টি লক্ষ্যবস্তু বা টার্গেট শনাক্ত করার সুবিধা এবং রয়েছে কন্ট্রোল টাওয়ারের কমান্ডিং ব্যবস্থা। 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, অতীতে এ ধরনের রাডার বিদেশ থেকে আমদানি করা হতো, কিন্তু এখন ইরানি বিশেষজ্ঞদের হাতে এসবের পুরোপুরি স্থানীয়করণ করা হয়েছে। আর এই রাডার সিস্টেমগুলো গুণগত ও পরিমাপগত দিক এবং নৈপুণ্যের দিক থেকে বিশ্বের অত্যাধুনিক রাডার সিস্টেমগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম।

 

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর