২৬ অক্টোবর, ২০১৬ ১৩:৫৫

মধ্য আফ্রিকায় সহিংসতার নিন্দা বান কি মুনের

অনলাইন ডেস্ক

মধ্য আফ্রিকায় সহিংসতার নিন্দা বান কি মুনের

জাতিসংঘ মহাসচিব বান কি মুন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে  মঙ্গলবার ঘটা সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সহিংসতার একদিন পর আজ বুধবার তিনি এ নিন্দা জানান।

রাজধানী বানগুইতে সংঘটিত ওই সহিংসতায় চারজন নিহত ও ১৪ জন আহত হন।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে সুশিল সমাজের বিভিন্ন গ্রুপের সমন্বয়ে গঠিত একটি জোটের আহ্বানে বিক্ষোভ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে।

সশস্ত্র মিলিশিয়াদের উত্থান ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে জাতিসংঘ মিশনের ১০ হাজারের বেশি সৈন্য প্রত্যাহার করে নেয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।

সহিংস ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন জাতিসংঘ শান্তিরক্ষী রয়েছে।

এক বিবৃতিতে বানকি মুন এসব হামলার ঘটনায় জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকারকে স্বাগত জানান।

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর