২৬ অক্টোবর, ২০১৬ ১৪:২৮

জোট ভেঙে যাওয়ায় কিরগিজস্তান সরকারের পদত্যাগ

অনলাইন ডেস্ক

জোট ভেঙে যাওয়ায় কিরগিজস্তান সরকারের পদত্যাগ

প্রেসিডেন্টের দল ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আজ বুধবার পদত্যাগ করেছে কিরগিজস্তান সরকার। আর এ কারণে মধ্য এশিয়ার দেশটিতে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট আলমাজবেক আতাম্বায়েভের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি সোমবার ক্ষমতাসীন চার দলীয় জোট থেকে বেরিয়ে যায়। জোটের অন্য সদস্যরা সাংবিধানিক সংস্কার না চাওয়ায় স্যোশাল ডেমোক্রেটিক পার্টি জোট থেকে বেরিয়ে আসে।

কিরগিজ প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিরগিজ সরকারের পদত্যাগ’ বিষয়ক ডিক্রি স্বাক্ষর করেছেন আতাম্বায়েভ। এটি শিগগিরই কার্যকর হবে।

আতাম্বায়েভ এ সপ্তাহের শেষ নাগাদ নতুন একটি জোট গঠনের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি নতুন মন্ত্রীপরিষদও অনুমোদন করবেন।

গত বছর হাড্ডাহাড্ডি পার্লামেন্ট নির্বাচনের পর এ জোট গঠন করা হয়েছিল। এপ্রিলে পার্লামেন্ট দেশটির ষষ্ঠ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন সরকার অনুমোদন দেয়।

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর