২৬ অক্টোবর, ২০১৬ ১৭:৪৬

ফিলিপাইন থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার চান দুতার্তে

অনলাইন ডেস্ক

ফিলিপাইন থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার চান দুতার্তে

ফিলিপাইন প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে

ফিলিপাইন থেকে ‘সম্ভাব্য আগামী দুই বছরের মধ্যে’ বিদেশি সৈন্য প্রত্যাহার চান দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের আগে আজ বুধবার এ কথা বলেন তিনি।

রড্রিগো দুতার্তে বর্তমানে তিন দিনের সফরে জাপান অবস্থান করছেন।

ফিলিপাইনে অর্ধশত বছরের মার্কিন ঔপনিবেশিকতার কথা উল্লেখ করে ফিলিপাইন প্রেসিডেন্ট জানান, তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ফিলিপাইন ‘চলতে পারবে’।'

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন চুক্তি করেন। চুক্তিটির আওতায় মার্কিন সৈন্যদের আবারও ফিলিপাইনে মোতায়েন করা হয়েছে। এর আগে ১৯৯০ এর দশকে ফিলিপাইন থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হয়।

দুতার্তে জুন মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। গত দুই মাস ধরে তিনি চুক্তিটি বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন বলে জানা গেছে।

এর আগে তিনি মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা নগরীতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর প্রায় ১শ’ সৈন্যকে প্রত্যাহারের আহ্বান জানান।
এসব মার্কিন সৈন্য সন্ত্রাসবাদ মোকাবেলায় ফিলিপিনো সেনাবাহিনীকে সহায়তা করছে।

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর